দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে উপজেলার মেরুং ইউপির ধন্য চরণ কার্বারী পাড়ার মৃত হৃদয় রঞ্জন চাকমার পুত্র রবিন কুমার চাকমা (৩০) ও বাবুছড়া ইউপির রবিচন্দ্র কার্বারী পাড়ার আন্যাতি চাকমার পুত্র ইন্দ্রসেন চাকমাকে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ হতে চংড়াছড়ি ও জারুলছড়ি সেনা ক্যাম্পের ব্যবস্থাপনায় দুই বান করে ঢেউটিন প্রদান করা হয়৷
সেনাবাহিনীর এ সহায়তা পেয়ে রবিন কুমার চাকমা ও ইন্দ্রসেন চাকমা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ, গত ৩১ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি উভয়ের বাড়ি আগুনে পুড়ে যায়। বিষয়টি দীঘিনালা জোনের নজরে আসলে ক্ষতিগ্রস্ত পরিবারকে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান করেন।
সম্পাদনা: আই এইচ