খুলশীতে মুখে স্কচটেপ প্যাঁচানো ও হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।

নিহতের বয়স আনুমানিক ৪৮-৫০ বছর। নিহতের মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা ২০ মিনিট) নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে এসেছি এখন পর্যন্ত লাশ উদ্ধারে কাজ করতেছি। পরিচয় সনাক্তেও কাজ করা হচ্ছে।

সূত্র আজাদী

মন্তব্য করুন

Your email address will not be published.