মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নুরপাড়া পশ্চিম মিঠানালায় নব নির্মিত “আল আবির জামে মসজিদ” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল বশর মেম্বার।সোমবার (১৩ জানুয়ারী ) বিকালে সুলতানাত অফ ওমানের আহাম্মদ বিন খলিফা আল মকবালী’র মসজিদের শুভ উদ্বোধন করেন।তারসাথে ছিলেন আবুল হাসেম বাবুল ওমান প্রবাসী ও সমাজসেবক ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন , জনাব নরুল আমিন যুগ্ম আহবায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন, জনাব এডভোটেক আলী উল কবির ইকবাল সাবেক সভাপতি মিরসরাই উপজেলা বিএনপি।জনাব রেজাউর রহমান চৌধুরী এমরান আহবায়ক ১০নং মিঠানালা ইউনিয়ন বিএনপি।জনাব এডভোটেক শাখায়াত হোসেন মানিক সদ্যস সচিব ১০নং মিঠানালা ইউনিয়ন বিএনপি।জনাব আহসানুল আনোয়ার চৌধুরী মুন্না সেক্রেটারি মিরসরাই থানা মৎসজিবি দল।জনাব নুরুল আলম যুগ্ম আহবায়ক ৬নং ইছাখালী ইউনিয়ন বিএনপি।জনাব নাজিম উদ্দীন যুগ্ম আহবায়ক ৯নং মিরসরাই ইউনিয়ন বিএনপি।জনাব আমজাদ হোসেন রুবেল যুগ্ম সম্পাদক উত্তর জেলা ছাএদল।
উদ্বোধনকালে সুলতানাত অফ ওমানের আহাম্মদ বিন খলিফা আল মকবালী বলেন, এই এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি মসজিদ নির্মাণ করার। আজ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। মসজিদের সাথে গভীর সম্পর্ক হলেই মানুষের কল্যাণ হবে।মসজিদের সাথে সম্পর্ক স্থাপন অর্থ আত্মিক প্রশান্তি লাভ, আল্লাহর নৈকট্য অর্জন ও ঈমান-আমল উন্নত করার এক পবিত্র ও বরকতময় উপায়। মুমিনের কর্তব্য, মসজিদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং একে জ্ঞান, হেদায়েতের পথ ও ইহ ও পরলৌকিক সফলতার কেন্দ্র মনে করা। মসজিদের সাথে সম্পর্ক ঈমানের অংশ।
আল আবির জামে মসজিদের উদ্বোধন শেষে আসার পথে হাদীমুছা নুরানী মাদ্রাসা ও এবাদত খানা পরিদর্শন করেন।