পটিয়ায় আবারও দুই কৃষক অপহরণ!

 

আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম)
 প্রতিনিধি: 

চট্টগ্রামের পটিয়ায় সপ্তাহ নে যেতেই আবারও দুই কৃষক অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত কৃষকের নাম মোহাম্মদ হামিদ (৬০)। তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুহাম্মদ আফজলের ছেলে। অন্যজন হলেন-৬নং ওয়ার্ডের মনির আহমদের ছেলে মোহাম্মদ মুজিব (৩০)। অপহৃত কৃষক হামিদ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন এবং ঘটনাস্থল থেকে মুজিব কৌশলে পালিয়েছে। সোমবার উপজেলার হাইদগাঁও পাহাড়ি এলাকা থেকে এ দুই কৃষক অপহৃত হয় এবং রাতে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। জানা গেছে, কৃষক হামিদ ও মুজিব প্রতিদিনের মত উপজেলার হাইদগাঁও পাহাড়ে কৃষি কাজ করতে যান। এক পর্যায়ে তাদের দুইজনকে পাহাড়ি সন্ত্রাসীরা অপহরণ করে গহীণ পাহাড়ে নিয়ে যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের ৩০ হাজার টাকা দেওয়ায় কৃষক হামিদকে ছেড়ে দিলেও অন্যজন পালিয়ে আসে। অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া হামিদের ছেলে মোহাম্মদ কায়সার বলেন, মুক্তিপণের টাকা দিয়েই সোমবার রাতে তার পিতা ছাড়া পেয়েছেন। তবে অন্য এক কৃষক দৌড়ে পালিয়ে এসেছেন বলে জানান। এর আগে চলতি মাসের ১ জানুয়ারি উপজেলার কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়া গ্রামের কৃষক মামুন মিয়া প্রকাশ মনছুর (৪৪) ও  সাইর আহমদ (৫২) অপহরণ হয়। এ দুইজনের মধ্যে মনছুর থেকে ৮০ হাজার  মোবাইলের বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দিয়ে ছাড়া পান। বেশ কিছু দিন ধরে উপজেলার কেলিশহর, হাইদগাঁও, কচুয়ায় ও খরনা পাহাড়ি এলাকায় অপহরণ আতংক বিরাজ করলেও থানা পুলিশের যেন কিছু করার নেই। বর্তমানে পাহাড়ি এলাকায় আতংক বিরাজ করছে। এদিকে এই রিপোর্টটি লেখা পর্যন্ত হাইদগাঁও গ্রামের দুই কৃষক অপহরণের ঘটনায় পটিয়া থানা পুলিশ কোন লিখিত অভিযোগ পাননি বলে জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.