কুমিল্লার বরুড়ায় ভাতিজার হাতে চাচা খুন!

বরুড়া প্রতিনিধি 

কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের আদ্রা গ্রামে বাড়ির সীমানা নিয়ে কেন্দ্র করে ভাতিজাদের হাতে চাচা শাহাজাহান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১৩ মার্চ) দিবাগত রাত ১ টায় এ ঘটনা ঘটে। নিহত শাহাজাহান আদ্রা গ্রামের আইয়ুব আলীর ছেলে। সে এনা পরিবহনের একটি বাসের চালক ছিলো বলে জানা যায়।

নিহত শাহাজানের স্ত্রী জানান, রবিবার (১৪ মার্চ) দিবাগত রাত ১টায় শাহাজাহান ঘুমন্ত অবস্থায় ছিলো । এ সময় তার বড় ভাই সোলেমান মিয়া(৬০), ভাতিজা শরীফ, মাসুদ, রুবেল, জুয়েল, সজিব শাহাজানের ঘরের দরজা ধাক্কা শুরু করলে শাহাজাহানের স্ত্রী দরজা খুলে দেন। দরজা খোলার সাথে সাথেই তারা সবাই এক সাথে ঘরে ঢুকে প্রথমে শাহাজাহানের স্ত্রীকে মারধর করে। এরপর তার স্বামী মোঃ শাহজাহানকে দেশীয় অস্ত্র, ছুরি, দিয়ে আঘাত করে রক্তাক্ত করে আহত করে। এ সময় শাহাজাহানের ছেলে ও স্ত্রী’র চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে সোলেমানের ছেলেদের প্রতিরোধ করার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন এগিয়ে আসলে হত্যাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। আহত শাহাজানকে এলাকাবাসীরা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ সময় প্রতিবেশীরা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা নেয়।

এলাকাবাসীরা জানান, শাহজাহান মিয়া ও সোলেমান মিয়ার মধ্যে দীর্ঘদিন বাড়ির সীমানা সংক্রান্ত জটিলতা বিরাজ করছিলো যা নিয়ে আগামী শুক্রবার(১৯ মার্চ) স্থানীয় শালিশ বৈঠক হওয়ার কথা ছিলো”। স্থানীয়রা আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.