পটিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম পটিয়ায় কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পেয়েছে। পটিয়া পৌর সদর ও উপজেলার বিভিন্ন এলাকায় এদের দেখা মিলছে। একেক গ্রুপে ১৫/২০ জন বা তারও বেশিসংখ্যক কিশোর রয়েছে। তারা দিনে ও রাতে নানা অপরাধে জড়িয়ে পড়ছে। চুরি, ছিনতাই, ইভটিজিং,মদ, গাঁজা ও ইয়াবা সেবন ও বিকিকিনি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত। মূলত রাজনৈতিক ছত্রছায়ায় উঠতি বয়সি তরুনরাই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের চুলের বাহারি কাট, নম্বরপ্লেট বিহীন মোটরসাইকেলে রাস্তা দাপিয়ে বেড়ানো, আর সুযোগ বুঝে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা-পয়সা হাতিয়ে নেওয়া। কখনো স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করা, কখনো এলাকায় জায়গা-সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধে টাকার বিনিময়ে কোনো এক পক্ষের হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নেওয়া। এ সবই পটিয়ায় কিশোর গ্যাংয়ের নিয়মিত কর্মকাণ্ড। তারা উপজেলার বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলের ছত্রছায়ায় জড়িত হয়ে পড়ছে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডে । তাদের হাতে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ লাঞ্চিত হচ্ছে। গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় পটিয়া পৌরসভার রেলস্টেশন এলাকায় সিএনজি অটো রিকশার সাথে মোটর সাইকেলের সংঘর্ষ ঘটে। এঘটনায় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হলে পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি জিয়াউল হক রুবেল (২৬) থামানোর চেষ্টা করলে সুচক্রদন্ডী এলাকার কিশোর গ্যাং লিডার নেশাগ্রস্ত জুনুর নেতৃত্বে রুবেলের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। রুবেল কে পটিয়া হাসপাতালে চিকিৎসা করার সময় রাত ৮ টার দিকে কিশোর গ্যাং সন্ত্রাসী জুনুর নেতৃত্বে হাসাপাতালের জরুরি বিভাগের ভিতরে যুবলীগ নেতা আমান উল্লাহ শিমুল (৩৭) ও রুবেল দুই জনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। গত ৩০ জানুয়ারি দুপুর একটার সময় পৌর সদরের ডাক বাংলো এলাকায় পটিয়া পৌরসভার সিএনজি পার্কিং ইজারাদার আবদুল মান্নান (৫২) ও সিএনজি সমিতির লাইনম্যান বদিউল আলম (৪২) এর সাথে ১০ টাকার পার্কিং চার্জ নিয়ে সিএনজি চালক ওমর আলী (৪৬) এর কথা কাটাকাটি হয়।খবর পেয়ে সিএনজি চালকের ছেলে কিশোর গ্যাং লিডার মো: সোহেল (২৩) মান্নান ও বদিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। তাদের দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩ ফেব্রুয়ারী আবদুল মান্নান আবদুল মান্নান মারা যান। গত সোমবার (৬ জানুয়ারী কিশোর গ্যাং নির্মূলে চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্ত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম। এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) সুদীপ্ত সরকার সহ অনেকে। এসময় জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম বলেন, আগামী এক মাসের মধ্যে কিশোর গ্যাং মুক্ত করা হবে পটিয়া পৌর এলাকাকে। আমরা মাদক, কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্সে রয়েছি। যেখানেই এ ধরনের অপরাধ সংঘটিত হবে যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

Your email address will not be published.