পটিয়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স

পটিয়া  প্রতিনিধি: কোন অবস্থায় আমরা মাদকে জড়াব না, নিজেদের ধ্বংস করব না। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মেয়েদের বয়স ১৮ এবং ছেলেদের বয়স ২১ অতিক্রম না করলে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পটিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানোর সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এসব মন্তব্য করেন। মঙ্গলবার সকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক,বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক সম্প্রীতি সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার মো: আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান মাদক সেবী ও ব্যবসায়ীদের শতর্কসহ অনুরোধ করে আরও বলেন, মাদকের বিচরণ থেকে সরে দ্বাড়াতে হবে। যারা এই ব্যবসায় জড়িত তারা হয়তো জীবনে অর্থ বিত্তের মালিক হবেন কিন্তু শান্তি পাবেন না কোন দিন। এসময় জেলা প্রশাসক অভিভাবকদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখার আহবান জানান। তিনি বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,কোন ধর্ম জঙ্গিবাদ সমর্থন করে না। আমাদের ধর্মীয় গুরুরা এপ্রসঙ্গে সকলকে সচেতন করলে জঙ্গিবাদ অনেকাংশে নির্মুল হয়। সম্পীতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মোঃ আইয়ুব বাবুল, পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপ পরিচালক মুকুল জ্যোতি চাকমা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান তিমির বরন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান,রাজনীতিবিদ বিজন চক্রবর্তী, চেয়ারম্যান আবুল কাশেম, আমিনুল ইসলাম খান টিপু,আবদুর রশিদ দৌলতী, শাহাদাত হোসেন সবুজ, কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর সরোয়ার কামাল রাজিব, মাওলানা বোরহান উদ্দিন, রবীশ্বরানন্দ পুরী, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহনাজ আকতার রাণী প্রমূখ।

মন্তব্য করুন

Your email address will not be published.