‘উৎসবের নির্বাচন এখন আতঙ্ক হয়ে পড়েছে’

 উৎসবের নির্বাচন এখন আতঙ্কের হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ ( জি এম) কাদের (এমপি)।

বুধবার (১ মার্চ) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায়। নির্বাচনের প্রতি আগ্রহ নেই বলেই মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে চায় না। কারণ, উৎসবের নির্বাচন এখন আতঙ্কের হয়ে পড়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের প্রধান সমন্বয়কারী ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন।

মন্তব্য করুন

Your email address will not be published.