সেনা হেফাজতে ১৫জন সেনা কর্মকর্তা: মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান

৫৪ বছরে সেনাবাহিনী সদস্যদের সকল ধরনের অপরাধে সেনা আইনে বিচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বাহিনী। এছাড়া, এক সেনা কর্মকর্তার খোঁজ মিলছে না বলেও জানানো হয়।

শনিবার (১১ অক্টোবর) সেনাসদরে অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ২৫ জনের সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত। তাছাড়া চাকরিরত ১৫ জনের মধ্যে একজন এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) রয়েছে। আর একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের মতো কোনো অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত হিসেবে গণ্য হওয়ার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব‍্যাখা চাওয়া হবে। এ সময় ৫৪ বছরে সেনাবাহিনী সদস্যদের সকল ধরনের অপরাধে সেনা আইনে বিচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আগামী ২২ অক্টোবরের মধ‍্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। এর আগেই ব‍্যাখা পাবো বলে আশা করছি। এ সময় সেনাবাহিনী ট্রাইব্যুনালকে সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.