সীতাকুণ্ডে বাসে মিলল ১৫ রাউন্ড গুলি

সীতাকুণ্ডের টেরিয়াইল বাজার এরাকা থেকে কুমিল্লাগামী একটি বাস থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ি।

রোববার (২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১২টার দিকে প্রিন্স সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে এসব গুলি উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, কুমিরা হাইওয়ে ফাঁড়ি পেট্রোল ডিউটি করা অবস্থায় টেরিয়াইল বাজারে অবস্থানকালে কুমিল্লাগামী প্রিন্স সৌদিয়া বাস হাইওয়ে পুলিশের গাড়ি দেখা মাত্র বাস থেকে সুপারভাইজার মিজানুর রহমান নেমে যায়। তিনি পুলিশকে জানান, বাসের ই-৪ সিটের সামনে পানি রাখার স্থানে একটি পলিথিনে মোড়ানো সন্দেহজনক প্যাকেট পড়ে আছে।

পুলিশ পলিথিনের ভেতর একটি বক্সের মধ্যে ১৫ রাউন্ড রিভলবারের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ায়ধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.