বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওমর সানি আকন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আবদুল হামিদ, সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ পিনাকী দাশ, ডাঃ রাশেদুল ইসলাম, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ, সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল্লাহ, স্যানিটারি ইন্সপেক্টর ছৈয়দ আকবর, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো: জয়নাল আবেদীন, সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, শাহ মোহাম্মদ শফি উল্লাহ, মুহাম্মদ মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা প্রমূখ
অনুষ্ঠানে জানানো হয়- আজ থেকে ইপিআই কার্যক্রমে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সের ১ লক্ষ ৩৬ হাজার ৩ শত ৪৪ জন। শিক্ষা প্রতিষ্ঠানে ৫২২ টি কেন্দ্রে ৯২ হাজার ৪ শত ৮৮ জন ও কমিউনিটি ৩৬০ টি কেন্দ্রে ৪৩ হাজার ৮ শত ৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানে আজ থেকে ৩০ অক্টোবর ও কমিউনিটি কেন্দ্রে ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।