সাতকানিয়া-লোহাগাড়ায় এম এ মোতালেবের ইফতার সামগ্রী বিতরণ

সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপির ব্যক্তিগত অর্থায়নে সাতকানিয়া লোহাগাড়া উপজেলায় ২৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ও চুনতি ইউনিয়নে বিতরনের মাধ্যমে এম এ মোতালেব সিআইপির পক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।

এই সময় আরো উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.