শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ স্বর্ণের বারসহ যাত্রী আটক

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ২৪টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চালানটি আটক করে। ওই যাত্রী সুকৌশলে বেল্টের ভেতরে (কোমরে) লুকিয়ে পাচারের চেষ্টা করছিল।

বিমানবন্দর ইমিগ্রেশন লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারীর মোহাম্মদ আতিক উল্লাহ নামের যাত্রীর কাছ থেকে ২৪ ক্যারেটের ২ কেজি ৭৯৬ গ্রাম ওজনের ২৪টি স্বর্ণের বার এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) উদ্ধার করা হয়।

তিনি এয়ার এরাবিয়ার G9-522 ফ্লাইট যোগে শারজাহ থেকে ৭টা ৯ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।

আটককৃত ২৪টি স্বর্ণবারের আনুমানিক বাজারমূল্য ২,০১,৬০,০০০ টাকা (প্রতিটি স্বর্ণবারের মূল্য ৮,৪০,০০০ টাকা)।

উদ্ধার করা স্বর্ণালংকার এর আনুমানিক বাজারমূল্য ৮,৫০,০০০ টাকা (বাজুস এর তথ্যানুসারে, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ৮,৫০০ টাকা)।

আনুমানিক রাজস্ব আয় ২ কোটি ১০ লাখ ১০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.