সাতকানিয়ায় সড়কের   পাশে পড়ে থাকা ছুরিকাঘাতে আহত ব্যক্তির মৃত্যু

 সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়কের পাশে ছুরিকাঘাতে অজ্ঞাতনামা (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পাহাড়ি জনগোষ্ঠীর ওই ব্যক্তির মৃত্যু হয়।

জানা যায়, গতকাল বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাঠানীপুল এলাকায় ছুরিকাঘাতে আহতাবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, রাতে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার পেটে ছুরিকাঘাত করা হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন ছিল। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাটি তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.