করোনামুক্ত হয়ে আবারও মাঠে কর্ণফুলী’র ইউএনও: জরিমানা ২৪০০

আনোয়ারা প্রতিনিধি

করোনাভাইরাসের কারণে গণজমায়েত নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মানার নিয়ম থাকলেও তা অমান্য করায় কর্ণফুলীর বিভিন্ন এলাকায় ১০টি মামলায় মোট ২,৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল এগারোটায় কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহিনা সুলতানা এই অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা, মইজ্জারটেক সহ বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে মাস্ক না পড়ে স্বাস্থ্য বিধি ভঙ্গের দায়ে ১০টি মামলায় মোট ২,৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় এসময় সহযোগিতা ছিলেন অফিস সহকারী দিপু চাকমা ও আনসার সদস্যের একটি দল।

ইউএনও শাহিনা সুলতানা বলেন, ইতোমধ্যে করোনা প্রতিরোধে চট্টগ্রামসহ সারাদেশে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের নির্দেশে সকাল থেকেই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রসঙ্গত কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শাহিনা সুলতানা গত ০১ এপ্রিল করোনা আক্রান্ত হলে চিকিৎসাধীন শেষে তিনি গত ০৮ এপ্রিল করোনা মুক্ত হন।

মন্তব্য করুন

Your email address will not be published.