সাতকানিয়া চৌকি আদালতের সরকারি আইনজীবী পদে নিয়োগ পেলেন এডভোকেট হাফিজুল ইসলাম মানিক

তিনি সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন-

 

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রামের সাতকানিয়া চৌকি আদালতের অতিরিক্ত সরকারি কৌশলি নিযুক্ত হয়েছেন সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট হাফিজুল ইসলাম মানিক।

৩০শে নভেম্বর আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর/জিপি-পিপি/চট্টগ্রাম/১৮/২০২৪(অংশ -৩)-২৮৪ নং স্বারকমূলে মন্ত্রনালয়ের যুগ্মসচিব সানা মু:মাহরুফ হোসাইন সাক্ষরিত পত্রমূলে এই নিয়োগ প্রদান করা হয়।

এই বিষয়ে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদলনেতা সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুল ইসলাম মানিক বলেন, বছরের শেষ প্রান্তে এসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন মন্ত্রণালয় কর্তৃক অতিরিক্ত সরকারি কৌশলি (Add GP) নির্বাচিত করায় আল্লাহ কাছে শুকরিয়া আদায় করছি।

এবং সকলে আমাকে দোয়া করবেন -যাহাতে সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

এদিকে এই বিষয়ে সাতকানিয়া আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সরকারি আইনজীবী এডভোকেট রাশেদুল ইসলাম রাশেদ বলেন,এডভোকেট মানিকের মত স্মার্ট ব্যক্তিকে সাতকানিয়া চৌকি আদালতে অতিরিক্ত সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দেওয়াটা আইনমন্ত্রনালয়ের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।

তিনি আরো বলেন -তার এই নিয়োগে সাতকানিয়া বাসী আরো ব্যাপক ভাবে সরকারি স্বার্থসংশ্লীষ্ট সকল প্রকার সুযোগ সুবিধা এবং অধিকার ভোগ করতে পারবে বলে আমি মনে করি।

এদিকে সাতকানিয়া আইনজীবী সমিতির আরেক সিনিয়র সদস্য এডভোকেট শাহাদাত হোসেন হিরু বলেন, সাতকানিয়া আইনজীবী সমিতি’র দক্ষ,সুযোগ্য সাধারণ সম্পাদক (GS), যার হাতে সাতকানিয়া আইনজীবী সমিতি’র ইতিমধ্যে আমূল পরিবর্তন হয়েছে।

সেই দক্ষ ব্যক্তিত্ব এডভোকেট মানিক সাহেবকে আজকে সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দেয়ায় আমরা আইনজীবী সমিতি খুবই আনন্দিত।

মন্তব্য করুন

Your email address will not be published.