মিশরে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় আহত ৯৭

আন্তর্জাতিক ডেস্ক : রোববার মিশরে রাজধানী কায়রোর উত্তরে কালিউবিয়া প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৯৭ জন আহত হয়েছে। এ ঘটনা ঘটেছে।

মিশরীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার পরপর ঘটনাস্থলে অন্তত ৫০টি অ্যাম্বুলেন্স ছুটে গেছে। আহতদের প্রদেশের তিনটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত আট জন নিহত হয়েছে। তবে সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেনি।

প্রাদেশিক গর্ভনরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ট্রেনের অন্তত আটটি বগি লাইনচ্যুত হয়েছে।
ট্রেনটি কায়রো থেকে নিল ডেল্টা শহরে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

সম্প্রতি মিশরে একাধিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে। গত মার্চে দেশটিতে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২০ জন নিহত ও ২০০ যাত্রী আহত হয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.