পটিয়া প্রতিনিধি:
পটিয়া উপজেলার হরিণখাইন গ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বারী এগ্রো ফার্মের পানি চলাচলের পথ বন্ধ করে দিলেন স্থানীয় প্রভাবশালী একটি চক্র। উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য যেমন কৃষি, মৎস্য ও ডেইরী ফার্মের উৎপাদিত গবাদী পশু,দুগ্ধ খামার, মাছ, আধুনিক প্রযুক্তিতে কৃষি বীজসহ উন্নত জাতের ফলন সৃষ্টিতে বাঁধার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান বারী এগ্রো ফার্মের ব্যাবস্থাপনা পরিচালক বজলুল বারী চৌধুরী। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিনখাইন এলাকায় বারী এগ্রো ফার্ম খাদ্য পণ্য, মাছ, মাংস, ডিম, দুগ্ধ খামার, বায়ুগ্যাস, জৈব সার, গবাদী পশুর খাদ্য সাইলেস, উন্নত জাতের কৃষি বীজ ফলনে বিভিন্ন উপজেলার প্রান্তিক কৃষক ও ডিলারদের কাছে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়। উক্ত প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয়ভাবে ২০১৪ সালে জেলার শ্রেষ্ঠ এগ্রো ফার্ম প্রতিষ্ঠান হিসেবে পুরস্কারে মনোনিত হয়। প্রায় ১৪/১৫ বছর আগে তরুন ব্যাংকার বজলুল বারীর প্রচেষ্ঠায় এ ফার্মের যাত্রা প্রাথমিকভাবে শুরু করে সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী এমপির সহযোগিতায়। এ প্রতিষ্ঠান আশপাশের বিভিন্ন উপজেলায় প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ বিনামূল্যে প্রদান করে সারা দেশব্যাপী প্রশংসা কুড়ান। বারী এগ্রো ফার্ম নিয়ে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি, মাছরাঙ্গা টিভিসহ জনপ্রিয় বহু টিভিতে সংবাদ প্রকাশিত হয়। জাতীয়ও স্থানীয় পত্র পত্রিকায় একাধিক স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিষ্ঠান সুনামের সাথে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে একটি চক্র বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। স্থানীয় গিয়াস উদ্দিন জানান, এলাকার একটি দুষ্ট চক্র গরীব অসহায় মানুষের বাড়ি ঘর ভিটে মাটি প্রতিযোগিতা দিয়ে দখল করে আসছে। কেউ সাহস করে প্রতিবাদ জানালে তার বিরুদ্ধে বিভিন্নভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করছে। তারা আইন আদালত মানে না, গায়ের জোরে নিজের ইচ্ছে মত সন্ত্রাসির মত আচরণ করে আসছে। অনেকে আত্ম সামাজিক মান মর্যাদাহানির ভয়ে নির্যাতনের শিকার হয়েও বিচার চাওয়ার মত সাহস করছে না।এলাকাবাসীর পক্ষে আল্লাহ ছাড়া কোন ন্যায় বিচার পাওয়ার মত এখন আর কেউ নেই। এ প্রসঙ্গে বারী এগ্রো ফার্মের ম্যানেজার মোহাম্মদ ছৈয়দ জানান, এ ফার্মটিতে আমি বিগত ১০ বছর ধরে কর্মরত আছি। বর্তমানে আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন জেলা উপজেলায় আমাদের খামারের প্রতিটি আইটেমের যথেষ্ঠ সুনাম রয়েছে। এলাকার একটি সন্ত্রাসী চক্র আমাদের ফার্মে পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমরা চরম ভোগান্তিতে আছি। এ বিষয় নিয়ে আমরা প্রতিবাদ করলে বিভিন্নভাবে মামলা হামলা উচ্ছেদের হুমকি দিচ্ছে। বারী এগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক বজলুল বারী চৌধুরী জানান, এ প্রতিষ্ঠান হওয়ার পর দেশের অর্থনীতি এবং এলাকায় কর্মসংস্থান সৃষ্ঠি, খাদ্য, ডিম, মাছ, মাংস,দুধসহ পুষ্ঠি জাতীয় খাদ্য দ্রব্যের যোগান দিচ্ছে। সারা দেশব্যাপী এ প্রতিষ্ঠানের সুনাম রয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমাকে পুরস্কৃত করা হয়েছে। হঠাৎ একটি চক্র আমার প্রতিষ্ঠান বন্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত। বর্তমানে আমার প্রতিষ্ঠানের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দিয়ে জলাবদ্ধতা সৃষ্ঠি করেছে। খামারের কর্মকর্তা-কর্মচারী এবং গবাদী পশু পালনে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।দ্রুত সমাধানের জন্য আমি মাননীয় হুইপ এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।