বাঁশখালীতে বন বিভাগের বন পুড়েঁ ছাই

বাশঁখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড়ে আগুন লেগে পুড়ে গেছে বন বিভাগের বন। বুধবার (২১ এপ্রিল) দুপুরে পুকুরিয়া এলাকায় উজানী ঘোনা থেকে ভাঙ্গা ঘোরা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে,পুকুরিয়া এলাকায় উজানী ঘোনা থেকে ভাঙ্গা ঘোরা এলাকায় ২০১৫-২০১৬ সালের রোপিত বন বিভাগের ২০ হেক্টর বাগানের মধ্যে ১৫-১৬ হেক্টর বাগান পুড়ে গেছে। বনে আগুন লাগার খবর পেয়ে দুপুরে ফায়ার সার্ভিসের আনোয়ারা ইউনিট ও বাঁশখালী ইউনিট উপস্থিত হয়। ততক্ষণে বনবিভাগের লোকজন স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে চেষ্টা করে। ফায়ার সার্ভিসের লোকজন প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে আকাশমণি, কড়ই, বেত, জারুল ও ইপিলইপিল গাছ লাগায়। ওই বাগানের আট হেক্টর বন পুড়ে গেছে।

কালীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, আগুনে আমাদের সৃজিত বনের বিভিন্ন জাতের গাছ পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। দুষ্কৃতকারীদের দেয়া আগুনে এসব বন পুড়ে গেছে বলে তিনি আশংঙ্কা প্রকাশ করেন।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, পাহাড়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে রওনা হয়ে আমরা ও আনোয়ারা ইউনিট এক সাথে কাজ করে বিকাল ৪ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.