ঢাকা মেডিকেলে চার ঘণ্টার ব্যবধানে দুই কারাবন্দীর মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন দুই বন্দী চার ঘণ্টার ব্যবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে আতাউর রহমান (৭০) এবং দিবাগত রাত ১২টার দিকে মো. জুয়েলের (২৮) মৃত্যু হয়।

সাজাপ্রাপ্ত বন্দী আতাউর রহমান বাংলাদেশ ব্যাংকের নগদ শাখার সাবেক ব্যবস্থাপক। তিনি রাজশাহীর রাজপাড়া থানার কেশবপুর গ্রামের মৃত লোকমান আলীর ছেলে।

বিচারাধীন বন্দী মো. জুয়েল নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার আদমজী আইলপাড়া গ্রামের আ. রহিমের ছেলে।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, কয়েদি আতাউর রহমান তিনটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। গতকাল বিকেলে তিনি অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে আটটার দিকে পরীক্ষা–নিরীক্ষা শেষে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অপর হাজতি জুয়েল সিদ্ধিরগঞ্জ থানার মামলায় কারাগারে বন্দী ছিলেন। গতকাল রাত ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক এ সময় তাঁকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.