ঈদের দিন মেট্রোরেল বন্ধ, পরিবর্তন সময়সূচিতে

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, পবিত্র ঈদুল আজহার দিন মেট্রোরেল বন্ধ থাকবে। এছাড়া মেট্রোরেলের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষর করা এক নোটিশে এ তথ্য জানান।

এতে বলা হয়, আগামী ২২ জুন থেকে পিক আওয়ার বিবেচনায় সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ১০ মিনিট পর পর মেট্রোরেলে ট্রেন ছেড়ে যাবে। এছাড়া অফ পিক আওয়ার সকাল ১১টা ১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫ মিনিট পর পর ট্রেন ছেড়ে যাবে। মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধ শুক্রবার।

এর আগে, ঈদুল ফিতরের ছুটিতে চালু ছিল মেট্রোরেল।

মন্তব্য করুন

Your email address will not be published.