সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছে সহকারী কমিশনার ভূমি আরাফাত।
আজ (২০জুন)মঙ্গলবার সকালে সাতকানিয়া পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
এসময় রাস্তায় দোকানের মালামাল রাখার অপরাধে খুরশেদ আলমকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর আওতায় ১ হাজার টাকা, বৈধ ভেরিফিকেশন ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ওজন পরিমাপক যন্ত্র ব্যবহারের অপরাধে ফুলকলি শো-রুমের মোঃ রায়হানকে ওজনও পরিমাপক মানদন্ড আইন ২০১৮ এর আওতায় ২০ হাজার টাকা।
অন্যদিকে বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বেকারি পণ্য উৎপাদন ও বিপণন করায় নিউ আল মদিনা বেকারির সালাউদ্দিন পারভেজকে বিএসটিআই আইন ২০১৮ এর আওতায় ২৫ হাজার টাকা, সর্বমোট ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই, চট্টগ্রামের পরিদর্শকবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরকম অভিযান অব্যাহত থাকবে।