সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জায়গা জমির বিরোধের জের ধরে গাছ কেটে জমি দখলের অভিযোগ ওঠেছে।
গত ১৭ জুন সকালে জনার কেঁওচিয়া ৮নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকায় রহমত উল্লাহ, নুরুল আমিন, মো.ইকবাল হোসেন, বাদশা মিয়া, শরিয়ত উল্লাহ, কুতুব উদ্দিন ও কাইছার হামিদের বিরুদ্ধে সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করেছে একই এলাকার বাসিন্দা মো:জামাল উদ্দীন।
সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জামাল উদ্দিনের সাথে বিবাদীদের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১৭ জুন হঠাৎ বিবাদীরা ২৫/৩০ জন সন্ত্রাসী দলবল নিয়ে এসে গাছ কেটে জায়গাটি দখলের পায়তারা চালায়। এরপর চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে।
এসময় বাঁধা দেওয়ায় তারা সন্ত্রাসী দলবল নিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করেন এবং বনজ ও ফলজ গাছ কেটে ৬০ হাজার টাকার মত ক্ষতিসাধন করেন।
ঘটনার বিষয়ে সাতকানিয়া থানা পুলিশ জানায়- তদন্তপূর্বক তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে।