বনায়ন সৃষ্টির মাধ্যমে চিরসবুজ বাংলাদেশ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে গ্রামীণ ব্যাংক সারাদেশব্যাপী সাতকোটি চারা গাছ লাগানোর পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই কর্মসূচী বাস্তবায়নে মঙ্গলবার (২০ জুন) রাঙামাটি বন্দুকভাঙ্গা শাখার সদস্যদের মাঝে চারা বিতরণ ও গাছ লাগিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জোনের জোনাল ম্যানেজার আ.ক.ম. শামসুদ্দোহা।
চারা বিতরণকালে উপস্থিত সকলকে গাছ লাগানোর পরামর্শ দিয়ে জোনের চল্লিশটি শাখার কর্মএলাকায় এক লক্ষ চারাগাছ লাগানোর কথা জানান তিনি। এবং সর্বস্থরের মানুষকে এই কার্যক্রমের সাথে যুক্ত হওয়ার অনুরোধ করেন ।
এই সময় উপস্থিত ছিলেন জোনাল অডিট অফিসার মো. মুমিনুল হক, এরিয়া ম্যানেজার শফিউল্লাহ গাজী, শাখা ব্যবস্থাপক শংকর প্রসাদ নাথ, শাখার কর্মকর্তা মো. ইখতিয়ার হোসেন, কনিকা চাকমা, ববিতা চাকমা, মো. হারুন, মো. জুলহাস মিয়া, সির্দ্ধাথ তংচঙ্গ্যা, মিঠু দাশ প্রমুখ।