বাঁশখালি প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপের জালিয়াখালী নতুন বাজারে গত বুধবার (৬ ডিসেম্বর) মধ্যরাতের ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানের সম্পূর্ণ মালামাল ও গ্যারেজে থাকা
বিভাটেক (পরাগ) লিমিটেড এর ১২টি অটোরিকশা-টমটম পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১ টি অটোরিকশা মালিকদের মাঝে এলাহী অটো পার্টস ও বিভাটেক (পরাগ) লিঃ পক্ষ থেকে ১ বস্তা চাউল, ৫ লিটার সয়াবিন তেল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন এলাহী অটো পার্টসের সমন্বয়ক আলহাজ্ব এম আনিছুর রহমান, সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, পরিচালক শাহাদাত হোসেন রুবেল, নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন রিপন ও পরিচালক সাজ্জাদ হোসেন রিয়াদ।
এসময় এলাহী অটো পার্টসের সমন্বয়ক আলহাজ্ব এম আনিছুর রহমান বলেন,
অনাকাঙ্খিত দুর্ঘটনায় সকলেরই পরিবারের জন্য আয় রোজগারের সব সম্বল হারিয়েছেন, হারানো যন্ত্রনা ও হারানো দ্রব্য আর ফিরে দেয়া সম্ভব নয় কিন্তু আপনাদের এ কষ্টের সময় আমি পাশে থাকতে পেরে নিজেকে খুবই গর্ববোধ করছি। এই দূর্ঘটনার জন্য আমরা খুব ই মর্মাহত ও সমবেদনা জ্ঞাপন করছি।