বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১২টি টমটম অটোরিক্সার ড্রাইভারদের মাঝে আর্থিক সহয়তা প্রদান

 

বাঁশখালি প্রতিনিধিঃ 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপের জালিয়াখালী নতুন বাজারে গত বুধবার (৬ ডিসেম্বর) মধ্যরাতের ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকানের সম্পূর্ণ মালামাল ও গ্যারেজে থাকা
বিভাটেক (পরাগ) লিমিটেড এর ১২টি অটোরিকশা-টমটম পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১ টি অটোরিকশা মালিকদের মাঝে এলাহী অটো পার্টস ও বিভাটেক (পরাগ) লিঃ পক্ষ থেকে ১ বস্তা চাউল, ৫ লিটার সয়াবিন তেল ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন এলাহী অটো পার্টসের সমন্বয়ক আলহাজ্ব এম আনিছুর রহমান, সাংবাদিক মিজান বিন তাহের, শিব্বির আহমদ রানা, পরিচালক শাহাদাত হোসেন রুবেল, নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন রিপন ও পরিচালক সাজ্জাদ হোসেন রিয়াদ।

এসময় এলাহী অটো পার্টসের সমন্বয়ক আলহাজ্ব এম আনিছুর রহমান বলেন,
অনাকাঙ্খিত দুর্ঘটনায় সকলেরই পরিবারের জন্য আয় রোজগারের সব সম্বল হারিয়েছেন, হারানো যন্ত্রনা ও হারানো দ্রব্য আর ফিরে দেয়া সম্ভব নয় কিন্তু আপনাদের এ কষ্টের সময় আমি পাশে থাকতে পেরে নিজেকে খুবই গর্ববোধ করছি। এই দূর্ঘটনার জন্য আমরা খুব ই মর্মাহত ও সমবেদনা জ্ঞাপন করছি।

 

মন্তব্য করুন

Your email address will not be published.