শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশনের পক্ষে ঈদ বস্ত্র বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক 

 

চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াত শিবিরের হাতে নির্মম ভাবে নিহত শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্তত একহাজার পরিবারকে ঈদ উপহার সামগ্রী হিসেবে কাপড় বিতরণ করা হয়।

 

সোমবার বিকালে উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু ছালেহ গ্রামের নিজ বাসভবনে এই উপহারের কাপড় বিতরণ করেন।

জানা যায়, ২০০১সালের ৮ই এপ্রিল সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রামের হাজি মোহাম্মদ মহসিন কলেজের সাবেক ছাত্রনেতা গোলাম হোসেনকে সাতকানিয়া মটর ষ্টেশনে সকাল বেলা প্রকাশ্যে ব্রাশ ফায়ারে হত্যা করা হয়।

সেই নিহত গোলাম হোসেনের আপন ছোট ভাই হচ্ছেন উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ।

এদিকে নিহত গোলাম হোসেনকে নতুন প্রজন্মের কাছে তোলে ধরতে পারিবারিক ভাবে গড়ে তোলা হয় শহীদ গোলাম হোসেন ফাউন্ডেশন।

আর ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে এওচিয়া বিভিন্ন সামাজিক ও মানবতার কাজ পরিচালনা করা হয়।

তারই অংশ হিসেবে ফাউন্ডেশনের তরফ থেকে পবিত্র রমজানে বেশ কয়েকবার ইফতার সামগ্রী ও সোমবার একহাজার পরিবারকে দেয়া হয় ঈদ উপহার হিসেবে অসহায় দু:স্থদের মাঝে ঈদ কাপড়।

মন্তব্য করুন

Your email address will not be published.