সাতকানিয়া-প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ

ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা অমান্য

 

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় ফৌজদারী কার্যবিধি আইনের ১৪৫ ধারা অমান্য ও বাদীকে প্রাণনাশের হুমকি প্রদান করে কাজ চালিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সাতকানিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ রামপুর এলাকার কালা চাঁদ পাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা একই এলাকার মৃত গোলাম কাদেরের ছেলে জাফর আহমদ,তার স্ত্রী আনোয়ারা বেগম ও সন্তান মো: সাকিব(২২)

১৪৫ ধারার ফৌজদারি আরজি সূত্রে জানা যায়, মামলার বিবাদী প্রভাবশালী হওয়ায় বাদীকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি প্রদান ও ভয়ভীতি দেখিয়ে বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে তারা।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মামলার বাদী মো. ইউছুফ।

মামলার বাদী ইউসুফ বলেন, আমি ১৪৫ ধারার নিষেধাজ্ঞা আনার পরেই বিবাদীরা নির্মাণাধীন ভবনে কি হচ্ছে সেটা না দেখি মত আমার দখলিয়া জায়গার অংশে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা করে যাচ্ছে, যা আমি বার বার থানা পুলিশকে জানার পরেও কোন প্রতিকার পাচ্ছিনা।

এদিকে সাতকানিয়া উপজেলা সহকারী ভূমি অফিসের সার্ভেয়ার মো: আবুল কাশেম সাহেব এসেও পরিমাপ করছে, সাকিবদের নির্মানাধাীন ভবনে আমি ৮ফিট জায়গা পাচ্ছি।

অপরদিকে সাতকানিয়া থানা পুলিশের এএসআই সাদ্দাম বলেন, আদালতের আদেশ মোতাবেক শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নির্মাণাধীন ভবনের কাজসহ বাদী বিবাদী সবাইকে নজরে রাখা হয়েছে।

আদালতের আদেশের পরিপন্থী কাউকে কিছু করতে দেয়া হবেনা।

 

মন্তব্য করুন

Your email address will not be published.