‘কলেজিয়েট ৮৫ ট্রাস্ট’র সবুজায়ন কর্মসূচি

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছ থাকা অপরিহার্য। ঝুঁকিহীন এক সুন্দরতম নিরাপদ বিনিয়োগ হচ্ছে গাছ। সবুজ শ্যামল নিসর্গ মূলত গাছকে ঘিরেই। সেই সবুজ শ্যামল নিসর্গের লক্ষে ‘সবুজে বাঁচি’ শ্লোগানে ‘কলেজিয়েট ৮৫ ট্রাস্ট’র এর উদ্যোগে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে কয়েকশ বনজ, ফলদ ও ওষুধি গাছ লাগানো হয়েছে।

শুক্রবার (১২ জুলাই)‘কলেজিয়েট ৮৫ ট্রাস্ট’র বন্ধু-বান্ধবরা উপস্থিত থেকে এসব গাছ লাগানো হয়।

সবুজায়ন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ‘কলেজিয়েট ৮৫ ট্রাস্ট’র সভাপতি ডা. শেখ হাসান মামুন।

সার্বিক সহযোগিতায় ছিলেন সবুজায়ন কর্মসূচির আহবায়ক মোহাই মেনুল কাদের, সদস্য সচিব মো. মহিউদ্দিন, অরিঞ্জয় ধর, ডা. মো. ইউসুফ, সমর বড়ুয়া।

উপস্থিত ছিলেন মো. আসিফুল হক চৌধুরী, মোজাম্মেল জিলানি ও কলেজিয়েট ৮৫ ট্রাস্ট এর অন্যান্য সদস্যরা।

মন্তব্য করুন

Your email address will not be published.