জশনে জুলুসে হামলার প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাআতের সংবাদ সম্মেলন

 

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে, আউলিয়া কেরামের মাজার ভাঙচুর, জশনে জুলুসে হামলাসহ বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী উপজেলা শাখা। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাঁশখালী শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফি। এসময় এম মহিউল আলম চৌধুরী, আবদুল মালেক আশরাফি, মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, আবদুর রহীম সিরাজী, মাওলানা বশির আহমদ, মাঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, মাওলানা মামুনুর রশীদ, ফরিদ উদ্দীন জিহাদী, অ্যাডভোকেট মহিউদ্দিন, আবদুর রহমান, আলী মর্তুজা, আমির হোসেন, কাজী সুলতান আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে, আউলিয়া কেরামের মাজার ভাঙচুর, জশনে জুলুসে ও সুফিবাদী আলেম ওলামার উপর হামলার প্রতিবাদে ৫ অক্টোবর শনিবার সরকারি আলাওল কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.