আ ন ম সেলিম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার আসামি চট্টগ্রামের পটিয়ার আবেদ আমেরী গ্রেফতার হয়েছেন। সে পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং পটিয়ার সাবেক বিতর্কিত হুইপ ও এমপি সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী বলে জানা যায়। ৫ই আগষ্ট পরবর্তী সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে আবেদ আমেরীকে সহ আসামী করে হালিশহর থানায় ৩৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন মোহাম্মদ সাজ্জাদ আহমেদ সাদ্দাম নামে এক ব্যাক্তি।
বুধবার (১৯ মার্চ) রাতে পটিয়া থানার মোড় এলাকা থেকে র্যাব-৭ এর একটি টিম তাকে গ্রেপ্তার করে হালিশহর থানায় সোপর্দ করে। বৃহস্পতিবার (২০ মার্চ) হালিশহর থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, আসামিরা রাজনৈতিক দলের নাম
ব্যবহার করে গত ৮-১০ বছর ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখে আসামিরা তার বাড়িতে হামলা চালিয়ে তার ছোট বোন নুসরাত আহমেদ ও নাজমুন নাহারকে লাঠি-সোটা দিয়ে মারধর করেন। এসময় তার দোকানঘর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া, তার বোনের স্বামীর দোকানের ৫ লাখ টাকার মালামাল পুড়িয়ে দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করেন, ২৫ জুলাই ২০২৪ তারিখ সন্ধ্যায় আসামিরা তার বোনের স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এছাড়া, ৪ আগস্ট ২০২৪ তারিখে চট্টগ্রামের সিআরবি এলাকায় এক আন্দোলনের সময় আসামিরা তাকে ও তার ফুফাতো ভাইকে তাড়া করে এবং হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ে, যার ফলে তার ফুফাতো ভাই রহিম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
হালিশহর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, হালিশহর থানায় দায়ের করা একটি মামলার ভিত্তিতে আবেদ আমিরীকে গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।