কাল ব্যাংক হলিডে, লেনদেন বন্ধ

আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষ্যে ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাক‌বে। ব্যাংক লেনদেন বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন হবে না। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছরের ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। কাজের সুবিধার্থে এ দিন ব্যাংক বন্ধ রাখা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.