বাচ্ছু পাটোয়ারী, মীরসরাই প্রতিনিধি :–
চট্টগ্রামের মীরসরাই উপজেলায়
১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড নিচিন্তা গ্রামের
আব্দুল মজিদ মেস্ত্রী বাড়িতে (৩১ অক্টোবর ) আনুমানিক রাতে ৩টায় দু’র্ধ’র্ষ ডাকাতি হয়েছে। স্বর্ণ, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতদল।
এই সময় ডাকাত দল স্বর্ণের সাড়ে তিন ভরি গয়না, ৫২ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।
ঘরের বাসিন্দা নুর উদ্দীন বলেন, রাত তিনটার সময় আমার ভাবির ঘরের দরজা ভেঙ্গে ১০ থেক ১৫ জনের একটি ডাকাত দল ঘরে ডুকে, ঘরে ডুকার সাথে সাথে তার গলায় চুরি ধরে জিম্মি করে পেলে তাকে, তার ঘর থেকে সব নিয়ে তার পর আমার ঘরে আসে, আমার হাত পা চোঁখ বেঁধে সাড়ে তিন ভরি স্বর্ণ ও ৫২ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
প্রত্যক্ষদর্শী নুরুল করিম বাবলু বলেন ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের পাশে বাড়ি হওয়ার কারণে ডাকাত দল ডাকাতি করে চলে গেছে, আমাদের গ্রামের এক জন ব্যক্তিও শুনে নাই মসজিদের মুয়াজ্জিন আযান দিতে উঠে কান্নার আওয়াজ শুনলে সবাই এসে দেখে তাদের ঘর ডাকাতি হয়, আমি গ্রাম বাসির কাছে অনুরোধ সকলে সচেতন থাকবেন প্রশাসনের কাছে জোর দাবি আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান সকাল ৬ টা পর্যন্ত ডিউটি করেছি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত দিন কাজ করে যাচ্ছি ঘটনা শুনার সাথে সাথে দুইটি টিম পাঠিয়েছি, চুরি করতে এসে বাড়ির লোকজন টের পেয়ে যাওয়ায় জিম্মি করে ঘরে ডুকে, ডাকাতির ঘটনায় কোন অভিযোগ এখনো পায়নি, থানায় অভিযোগ পেলে ব্যবস্থা নিবো, এই বিষয়ে আমরা কাজ করতেছি, অভিযান চলমান রয়েছে।