নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায়।’
শনিবার (১ নভেম্বর) দুপুরে ঢাকার তোপখানা রোডস্থ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে মোয়াজ্জেম হোসেন আরও বলেন, ‘বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। বিএনপির এখন ধৈর্য ধারণের সময়।’
তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করতো। ৫ আগস্টের পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে। তারা এখন বলছে, তারা প্রকাশ্যেই ছিল।’
‘জামায়াত এখন বেশভূষা পাল্টাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির বদনাম করছে। কারণ, বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায়।’
একাত্তরের নারকীয় হত্যাকাণ্ডের দায়ে জামায়াতকেও নিষিদ্ধ করার আহ্বান জানান মোয়াজ্জেম হোসেন আলাল।