কমল পাটোয়ারি,মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ শিকার জনার্দনপুর গ্রামে “ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপলস” এর উদ্যোগে প্রান্তিক বোরো চাষীদের মধ্য থেকে শ্রেষ্ঠ চাষী নির্বাচন ও তাদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক জনাব দিদারুল আলম শামীমের সভাপতিত্বে ০৯/০৮/২০২৫(শুক্রবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত সভায় সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক জনাব হারুন রশীদ সূচনা বক্তব্য প্রদান করেন।এসময় আরো বক্তব্য প্রদান করেন তরুণ সংগঠক জনাব এম এ হানিফ মিঝি। সভাপতির বক্তব্যে জনাব দিদারুল আলম শামীম বলেন,আমরা ইতোপূর্বে প্রান্তিক বোরো চাষীদের মাঝে বীজ ও কীটনাশক ঔষধ বিতরণ করেছি।পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী অদ্য শ্রেষ্ঠ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।প্রথম পুরস্কার (স্প্রে মেশিন) পেয়েছেন , কৃষক আমান উল্ল্যাহ(মিয়া খান),দ্বিতীয় পুরস্কার (স্প্রে মেশিন) পেয়েছেন, কৃষক মোসলেম উদ্দীন,তৃতীয় পুরষ্কার)(স্প্রে মেশিন) পেয়েছেন,কৃষক দ্বীন মোহাম্মদ। এছাড়াও প্রতিযোগীতায় অংশ গ্রহন করা সকলকে উৎসাহ প্রদান করা হয়। এসময় প্রধান পৃষ্ঠপোষক, প্রত্যেকের সার্বিক সহযোগিতা কামনা এবং ভবিষ্যতেও কৃষকদের উৎসাহ প্রদান সহ অন্যান্য সামাজিক সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেন।উপস্থিত কৃষকরা স্প্রে মেশিন পেয়ে ওয়েভ সোসাইটি ফর রুবাল পিপলস সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।