বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় বৈঠকে যেসব চুক্তি-সমঝোতা সই হলো

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক, একটি কর্মসূচি ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আর পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ (রোববার, ২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় বৈঠকে স্বাক্ষরিত সমঝোতা, কর্মসূচি ও চুক্তির মধ্যে রয়েছে:

দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি

সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত কর্মসূচি

দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা সমঝোতা

বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত যৌথ কার্যদল গঠন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সঙ্গে পাকিস্তানের সমতুল প্রতিষ্ঠান সম্পর্কিত সমঝোতা

বাংলাদেশ ও পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার মধ্যে সমঝোতা

দুই দেশের প্রতিনিধিরা বৈঠকের আগে একান্ত বৈঠকেও বসেন। এই স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে নেয়া উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.