ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল- এর উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক সহায়ক বই বিতরণ
কমল পাটোয়ারি,মীরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় “ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল”এর উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যপুস্তক সহায়ক বই (গাইড) বিতরণ করা হয়েছে।২৪ আগস্ট রবিবার সকাল ১১টায় তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন রুমে সম্পূর্ণ বিনামূল্যে পাঠ্যপুস্তক সহায়ক বই (গাইড) বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন,মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা বৃন্দ ও ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল এর নেতৃবৃন্দ।সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব হারুন রশীদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল এর প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব দিদারুল আলম শামীম ,বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রাক্তন অভিভাবক সদস্য মাওলানা কবির আহাম্মদ নিজামী,মাদ্রাসার সহ সুপার মাওলানা কামাল উদ্দীন,সহকারী মৌলভী মাওলানা আবুল হোসাইন,তরুণ সংগঠক ও সংগঠনের অন্যতম সদস্য জনাব এম এ হানিফ মিঝি।
এমন শিক্ষা সহায়তা কর্মসূচির প্রশংসা করেন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব দিদারুল আলম শামীম কে মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।ছাএ/ছাএীদের মাঝে পাঠ্যপুস্তক সহায়ক বই বিতরণ কালে ওয়েভ সোসাইটি ফর রুরাল পিপল এর প্রতিষ্ঠাতা এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব দিদারুল আলম শামীম বলেন,সংগঠনের প্রতিষ্ঠার এক বছরের মধ্যে আমরা নানামুখী সেবা মূলক কার্যক্রম পরিচালা করেছি।শিক্ষা সহায়তা কর্মসূচিতে আমরা ইতিপূর্বে তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদ্রাসাকে অন্তর ভুক্ত করেছি। আজকের কর্মসূচি মাদ্রাসা কতৃপক্ষের অনুরোধে সৌজন্যতার অংশ বিশেষ।ভবিষ্যতে এই জাতীয় কর্মসূচি যাতে আরো বৃহৎ আকারে নেওয়া যায় তার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।