সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে – এম এয়াকুব আলী

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : 

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি

এম এয়াকুব আলী বলেছেন,ল সন্ত্রাস, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান সুদৃঢ় থাকবে। গত ১৫ বছর যিনি পটিয়ার এমপি ছিলেন তার নেতৃত্বে পটিয়ার বিভিন্ন প্রকল্পে অনেক দুর্নীতি হয়েছে। আগামীতে এলডিপি জোটগতভাবে নির্বাচন করে এই আসনে দুর্নীতি নির্মুল করবে। ক্ষমতায় যেতে পারলে পটিয়াকে সুন্দর বাসযোগ্য আধুনিক শহরে পরিণত করা হবে।

শনিবার রাতে সমসাময়িক বিষয় নিয়ে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি’র সভাপতি ও চট্টগ্রাম -১২ (পটিয়া) সংসদীয় আসন হতে এমপি প্রার্থী এম এয়াকুব আলী পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব মন্তব্য করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলার সভাপতি মনসুর আলম,সাধারণ সম্পাদক আইয়ুব আলী,সিনিয়র যুগ্ন আহবায়ক ডা: রিদওয়ান আজাদ চৌধুরী, দক্ষিণ জেলা গণতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরী,পৌরসভা এলডিপি’র যুগ্ন আহবায়ক গাজী আমির হোসেন,সদস্য সচিব মুজিবুর রহমান, উপজেলার যুগ্ন সম্পাদক নাদের জামান।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.