পটিয়ায় ছিনতাইকারীর চুরিকাঘাতে গুরুতর আহত রিকশাচালক

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

চট্টগ্রামের পটিয়ায় ছিনতাইকারীর চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে এক রিকশাচালক।

রবিবার রাত আনুমানিক সাড়ে ১১ দিকে উপজেলার নাইখাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহত রিকশাচালকের নাম মোহাম্মদ রফিক। সে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড হাবিবুর পাড়া এলাকার বাসিন্দা। রিকশা ছিনতাই করতে ব্যর্থ হয়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় আখতারুজ্জামান বাবলু জানান, ছদ্মবেশী যাত্রী সেজে কয়েকজন দুর্বৃত্তরা গৈরালা যাওয়ার কথা বলে রফিকের রিকশায় ওঠে নাইখাইন এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজন ছিনতাইকারী রিকশাটি থামিয়ে চালককে ভয়ভীতি দেখিয়ে রিকশাটি ছিনতাইয়ের চেস্টা করে। ‎চালক রফিক সাহস করে প্রতিরোধ করলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও  পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

‎ পটিয়া থানা পুলিশ জানিয়েছে, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.