জুলাই আহতদের দেখতে উপদেষ্টারা যতবার হাসপাতালে গেছেন, তার চেয়েও বেশি গেছেন সেনাবাহিনী প্রধান

সার্জিস আলমের পোষ্ট -

কালের কন্ঠ ডেস্ক ডিজিটাল 

জুলাই আহতদের দেখতে উপদেষ্টারা যতবার হাসপাতালে গেছেন, তার চেয়েও বেশি গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম গতকাল রবিবার তাঁর ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ কথা জানান।

‘কয়েকটি আনপপুলার (অজনপ্রিয়) তথ্য দেই’ শিরোনামে সারজিস আলম লিখেছেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজ অবধি সেনাপ্রধান প্রতি শনিবার সিএমএইচে গিয়ে জুলাইয়ে আহতদের দেখতে গেছেন। ব্যতিক্রম কয়েকটি সপ্তাহ ছাড়া এই ধারাবাহিকতা বজায় রয়েছে, যা উপদেষ্টাদের সম্মিলিত ভিজিট সংখ্যার চেয়েও বেশি।

তিনি আরো উল্লেখ করেন, ‘ঢাকা সিএমএইচেই সবচেয়ে গুরুতর আহতদের মানসম্মত চিকিৎসা ও ব্যয়বহুল সেবা নিশ্চিত করা হয়েছে, যেখানে প্রতিটি ব্যক্তির চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ বরাদ্দ হয়েছে।’ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানই আহত ও শহীদ পরিবারদের আর্থিক সহায়তা ও পুনর্বাসনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন বলেও দাবি করেন সারজিস।

মন্তব্য করুন

Your email address will not be published.