নিহত নুরুল কবিরের সন্তানদের পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় নিহত নুরুল কবিরের অসহায় পরিবারের পাশে দাড়ালেন উপজেলার মানবিক ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান।

বুধবার সকালে সাতকানিয়া উপজেলা কার্যালয়ে নিহত পরিবারের সদস্যগণের খোঁজখবর নেন এবং পুলিশ প্রশাসনকে আসামিদের গ্রেফতারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনাসহ নিহতের পরিবারকে নগদ অর্থ ও শুকনো খাবার প্রদান করেন।
এবং নিহত নুরুল কবিরের সন্তানদের লেখাপড়ার বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন।

নিহত নুরুল কবিরের মা মমতাজ বেগম ইউএনও খোন্দকার মাহমুদুল হাসানের মানবিকতায় মুগ্ধ হয়ে ইউএনওর জন্য মহান আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য: এওচিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নেয়াজুর রহমান ও শহিদুল ইসলামের কিরিচের কোপে নিহত হন রিক্সা চালক ও দিনমজুর নুরুল কবির। 

মন্তব্য করুন

Your email address will not be published.