আ ন ম সেলিম,পটিয়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি চুরি করার পর মোবাইলে ভিডিও কল দিয়ে মালিকের কাছে টাকা দাবি করেছে এক চোর। এ সময় ভিডিওতে চুরি করা সিএনজি গাড়িটি দেখানো হয় মালিককে।
চোরের কথা অনুযায়ী সময়মত ৪০ হাজার টাকা নিয়ে না যাওয়ায় ভিডিও কলে মালিককে গালাগালি করে। চোর
বলে সিএনজি ফেরত চাইলে লোহাগড়ার পদুয়া বাজারে দ্রুত ৪০ হাজার টাকা নিয়ে আস।
বৃহস্পতিবার রাতে উপজেলার মনসা গোরনখাইন এলাকা থেকে মোহাম্মদ বেলালের এই সিএনজি চুরির ঘটনা ঘটে। রাতে সিএনজি অটোরিক্সা বন্ধ করে ঘুমাতে যান চালক। সকালে ঘুম থেকে উঠে দেখেন তার সিএনজি চুরি হয়ে গেছে। তারা বিভিন্ন স্থানে সিএনজির বিষয়ে খোঁজ নিয়েও সন্ধান পাননি। পরে দুপুরের দিকে চোর সিএনজি মালিকের কাছে ভিডিও ফোন করে তার সিএনজি দেখায় এবং ৪০ হাজার টাকা দাবি করেন। সিএনজি চোরের ফোনের সূত্র ধরে জানা যায় ওই চোরের নাম মোহাম্মদ বাবু। চোর বাবু বিকালের মধ্যে লোহাগাড়া পদুয়া বাজার এলাকায় টাকা নিয়ে না যাওয়ায় সন্ধ্যায় সিএনজি মালিককে ফোন করে গালিগালাজ করে। দুপুর থেকে বিকাল পর্যন্ত চোর সিএনজি মালিককে একাধিকবার ফোন দেয়।
এ বিষয়ে পটিয়া থানার ওসি মো: নুরুজ্জমান জানান, সিএনজি চুরি সংক্রান্তে একটি অভিযোগ হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।