সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাই মামলায় একজন গ্রেফতার

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় ৬০ হাজার ৬ শত টাকা শহ এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনুফকির হাট জাফর চৌধুরী বড়ী এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আরকান চৌধুরী (২৫)।সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা মনুফকিরহাট, জাফর চৌধুরী বাড়ির এলাকার মোঃ জাকির হোসেন’র পুত্র।

সাতকানিয়া থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানাধীন ৪ নং কাঞ্চনা ইউপির,১নং ওয়ার্ডস্থ, উত্তর কাঞ্চনা (মনু ফকির হাট), জাফর চৌধুরী বাড়ীতে বিশেষ অভিযান  পরিচালনা করে দস্যূতার অনুষ্ঠান সংঘটনের ৬০ হাজার ৬ শত টাকা সহ সাতকানিয়া থানার মামলা  অজ্ঞাতনামা আসামী আরকান চৌধুরীকে  গ্রেফতার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জাহেদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামি আরকান চৌধুরী উক্ত ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। পরে আইনানুগ  প্রক্রিয়া শেষ করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.