৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

বিএনপির ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

রবিবার সকালে পটিয়া পৌরসদরের থানার মোড়ে লিফলেট বিতরণকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী  শহীদুল ইসলাম চৌধুরী এ মন্তব্য করেন।

এসময় চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক খোরশেদুল আলম,বিএনপি নেতা মো: আকবর হোসেন,ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম,জাহাঙ্গীর আলম,মো: সালাউদ্দীন,শাহাদত হোসেন, আবু তৈয়ব সহ অন্যান্য  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা দেশের জনগণের মনের কথা। এই দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আসবে।

বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছতা নিশ্চিতকরনে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান পুনর্গঠন ও শক্তিশালী করা হবে।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.