পিতার দুই বছর পর সড়ক দুর্ঘটনায় ছেলেরও মৃত্যু

ভাগ্যের নির্মম পরিহাস -

 

আ ন ম সেলিম, পটিয়া(চট্টগ্রাম) :

সৌদিআরবে পিতার মৃত্যুর দুই বছর পর সড়ক দুর্ঘটনায় ছেলেরও মৃত্যু হয়েছে।

রবিবার রাকিব হাসান (২৮) নামে এক প্রবাসী সৌদিআরবের মাটিতেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। সে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের হিলচিয়া ৭ ওয়ার্ডের চামুদরিয়া বাজারের পশ্চিম পাশের মৃত নাসির উদ্দিনের ছেলে।

জানা গেছে, রাকিব সৌদি আরবের জেদ্দা শহরে ড্রাইভিং এর কাজ করতেন। গতকাল জেদ্দা শহর এলাকায় গাড়ি চালানোর সময় তিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ফরহাদুল ইসলাম খান জুয়েল বলেন, রাকিব দুই বছর আগে সৌদি আরবে তার পিতার সাথে কর্মস্থলে যোগদেন। বিদেশে যাওয়ার কিছুদিন পরই তার বাবা নাসির উদ্দিন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। পিতা-পুত্র উভয়েরই সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

রাকিবের অকাল মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি শোভনদণ্ডীতে বন্ধু -বান্ধব, আত্নীয় -সজন ও পরিবার-পরিজনে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও প্রবাসী সহকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.