মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের- মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি

 

বাচ্ছু পাটোয়ারী,মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সারাদেশের মতো মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পূর্বঘোষিত দুই ঘণ্টার শান্তিপূর্ণ কর্মবিরতি পালিত হয়েছে। ন্যায়সংগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত এ কর্মসূচিতে সব উপজেলা ও উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অংশ নেন।

 

 

নির্ধারিত সময় সকাল ৯ টা থেকে কর্মবিরতি পালন করা শুরু হয়। এসময় প্যাথলজি, রেডিওলজি, ডেন্টাল, ফার্মেসী ও ফিজিওথেরাপী সেবা মারাত্নকভাবে বিঘ্নিত হয়। লম্বা সারিতে রোগীরা এসব সেবা নেয়ার জন্য অপেক্ষমান ছিল। তবে সার্বিক পরিবেশ ছিল শান্ত ও সুশৃঙ্খল। কর্মসূচির কারণে কিছু ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেবায় সাময়িক বিঘ্ন ঘটলেও জরুরি সেবা পূর্বের মতোই সচল ছিল।

 

 

অংশগ্রহণকারীরা জানান, গত এক বছর ধরে আবেদন, স্মারকলিপি, বৈঠক, যুক্তি–তথ্য–পরিসংখ্যানসহ সব আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করেও তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি উপেক্ষিত হচ্ছে।

 

মাত্র বছরে ২৪ কোটি টাকার আর্থিক বরাদ্দে দীর্ঘ তিন দশকের পেশাগত অর্জনকে মর্যাদায় উন্নীত করা—এ দাবি তাদের মতে ন্যায়সংগত ও সময়োপযোগী।

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অভিমত, দেশের স্বাস্থ্যসেবার প্রতিটি স্তরে—ইউনিয়ন পর্যায়ের ছোট কেন্দ্র থেকে শুরু করে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ হাসপাতাল পর্যন্ত—তাদের কর্মযজ্ঞ চিকিৎসাকে এগিয়ে নিয়ে যায়। তবু রাষ্ট্রীয় কাঠামোর দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্য তাদের বাধ্য করেছে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচিতে সামিল হতে।

কর্মসূচিস্থলে উপস্থিত পেশাজীবীদের মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট জনাব আব্দুল মান্নান ও মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল, উত্তম কুমার জানান “আমরা কখনোই সেবা বন্ধ রাখতে চাইনি তবে আমাদের প্রতি অবহেলা ও উদাসীনতার সীমা অতিক্রম করায় আমরা বাধ্য হয়েছি।
আন্দোলনকারী পেশাজীবীরা আরও জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে তারা কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘণ্টা সময় দিচ্ছেন দাবি বাস্তবায়নের জন্য।

 

এটিকে তারা শেষ আলটিমেটাম হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য, নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে তারা লাগাতার কর্মবিরতিসহ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

দুই ঘণ্টার কর্মবিরতি শেষে দুপুর ১১টার পর স্বাস্থ্যসেবার নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হয়। আন্দোলনকারীদের আশা, আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান না এলে বৃহত্তর কর্মসূচি আর ঠেকানো যাবে না।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব
আব্দুল মান্নান,মেডিকেল টেকনোলজিস্ট ডেন্টাল উত্তম কুমার, ফার্মাসিস্ট ফটিক রায়,মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব দেলশাদ মিয়া, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব তানিয়া আক্তার,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ কবির হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.