হাটহাজারীতে আ.লীগের ঝটিকা মিছিল

খবরের কাগজ চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মী ঝটিকা মিছিল করেছেন।

রবিবার (৩০ নভেম্বর) ভোরে হাটহাজারীর নন্দীরহাট এলাকায় এ মিছিল করেন তারা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ভিডিওতে দেখা গেছে, ১২ থেকে ১৫ জন নেতা-কর্মী মিছিলে অংশ নেন। মিছিলের সামনে ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় হেলমেট ও কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার ভোরে হাটহাজারীর নন্দীরহাট এলাকার ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনও ছিলেন। তিন মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.