মীরসরাইয়ে অবৈধ পাহাড় কাটায় বাঁধা, বনকর্মীদের উপর হামলা আহত ৪

 

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:-

চট্টগ্রাম মীরসরাইয় উপজেলার করেরহাট ইউনিয়ন সাইবেনের খিল এলাকায় বনকর্মীদের ওপর হামলা। গতকাল (৩ ডিসেম্বর) রাথে অবৈধ ভাবে পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে পাহাড় কাটার সময় অভিযান পরিচালনা করতে গেলে চিহ্নিত বনখেকোদের হামলায় বিট কর্মকর্তা আলাল উদ্দিন সহ পাঁচ বনকর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

 

চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাটে রেঞ্জ কর্মকর্তা মোঃ আলা উদ্দিন বলেন। করেরহাট রেঞ্জে আওতাধীন
সাইবেনের খিল এলাকায় পাহাড়ে শ্যালো মেশিন বসিয়ে
পাহড়া কাটার খবর পেয়ে আমি সহ আমার চার সহকর্মী অভিযানে গিয়ে দেখি মাসুদ কালা নামের এক সন্ত্রাসী পাহাড় কেটে বালি নিয়ে যাচ্ছে, তখন আমরা বাধা দিতে গেলে আমাদের কে কিল, ঘুসি দেশীয়অস্ত্র দিয়ে আঘাত করে মো: শাহ আলম, এনামুল হক,মো: রুহুল আমিন আহত করে। মাসুদ কালার নেতৃত্বে ১০/১৫ থেকে অজ্ঞাত ব্যক্ত ছিলো।

 

চট্টগ্রাম উত্তর বন বিভাগ করেরহাট ও নারায়নহাটের
সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন অর রশীদ বলেন গত কাল রাত ১০ টার দিকে করেরহাট সাইবনের খিল এলাকায় অভিযানে গেলে বনখেকোরা হঠাৎ লাঠিসোটা নিয়ে আমার চার বনকর্মীর উপর হামলা চালায় এতে চার বনকর্মী গুরুতর আহত হন, রাতে প্রাথমিক চিকিৎসা শেষে জোরারগঞ্জ থানা অভিযোগ দায়ের করার জন্য তাদের বলাহয়।

 

তিনি আরো বলেন সরকারি কর্মকর্তাদের হামলায় কাউকে ছাড় দেওয়া হবে না ভবিষ্যতে এ ধরনের হামলা হলে কাউকে ছাড় দেওয়া যাবে না। অপরাধীদের বিরুদ্ধে বন-আইনের মামলা দেওয়া হচ্ছে।

 

জোরার গঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন হামলার বিষয়ে বনকর্মকর্তারা প্রথমিক ভাবে জানিয়েছে। তারা রাতে বলেছে সকালে অভিযোগ দিতে আসবে, এখনো কোন অভিযোগ আমরা পাইনি, অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইন-আনুক ব্যবস্থা নেওয়া হবে।

 

সহকারী পুলিশ সুপার (মীরসরাই সার্কেল) মোঃ নাদিম হায়দার চৌধুরী বলেন সরকারী কাজে বাদা দেওয়ার অধিকার কারো নেই সরকারী দন্ডিবিধিঅনুযায়ী তাদের তাৎক্ষণিক সাজা রয়েছে এবং অভিযুক্ত রা অভিযোগ করলে আইনআনুক ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অভিযোগ অস্বীকার করে মাসুদ কালা বলেন রাত সাড়ে নয় টার সময় একটি কল আসে এলাকায় ডাকাত ডুকেছে তখন আমরা ৮/১০ গিয়ে দেখি বনকর্মকর্তারা তাদের সাথে এলাকায় বাসীর তর্কবির্তক হচ্ছে। আমি তাদের সরেযেতে বলি।

 

পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি কোন পাহাড় কাটার সাথে জড়িত নয়, যদি অপরাধী হই আমার শাস্তি হবে।

 

এব্যাপরে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, অবৈধভাবে পাহাড় কাটা, মাটি কাটা, গাছ কাটার বিরুদ্ধে প্রশাসন সোচ্চার। গতকাল করেরহাটে বন কর্মকর্তাদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.