সাতকানিয়া:রোহিঙ্গা মোটর সাইকেল চোর আটক পুলিশের হাতে

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের হাতে আন্ত জেলা চোর সিন্ডিকেটের প্রধান রোহিঙ্গা নাগরিক ফয়সাল নামের ১চোরকে মোটর সাইকেলসহ আটক করেছে বলে জানা গেছে।গতকাল তাকে আটক করা হয় বলে জানা যায়।

মোটর সাইকেল চোর ফয়সাল হচ্ছে দুধ বেপারি নামে পরিচিত রোহিঙ্গা দিল মুহাম্মদের পুত্র বলে জানা যায়।

দিল মুহাম্মদ বার্মা থেকে এসে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হরিণতোয়া গ্রামের বন গবেষণার পাহাড় দখল করে রো*হি*ঙ্গা পাড়া গড়ে তুলেছে।

দিল মুহাম্মদ নিজে, তার ছেলে ছিদ্দিকসহ ৬/৭ জন ভুয়া তথ্য ও জাল ডকুমেন্ট দিয়ে এনআইডি তৈরি করেছে।

টাকার বিনিময়ে বিভিন্নজনকে ম্যানেজ করে তারা রোহিঙ্গাদেরকে এনআইডি তৈরী করে দেয়। সরকারি পাহাড় দখল করে দেয়।

তারা হরিণতোয়ায় ফরেস্ট্রির বহু একর পাহাড় দখল করে আলাদা সাম্রাজ্য গড়ে তুলেছে।

আটক ফয়সাল একজন পেশাদার চোর। চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলায় তার বিশাল নেটওয়ার্ক রয়েছে।

বিভিন্ন এলাকা হতে তারা অপরাধীদেরকে এনে হরিণতোয়ার পাহাড়ে গড়ে তুলেছে নিরাপদ ক্রাইম জোন।

ফয়সাল চুরি ছাড়াও আরো বহু অপকর্মে জড়িত। সে কয়টা বিয়ে করেছে এবং তালাক দিয়েছে তার সঠিক হিসাব বের করা মুশকিল।কিছুদিন আগেও কেওচিয়া ডেলিপাড়া মসজিদের ইমাম হাফেজ তওফিকের বাইক চুরি করেছিল।

এবার কেঁওচিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহসিন মেম্বারের বাইক চুরি করে ৮ জানুয়ারী বৃহস্পতিবার সাতকানিয়া থানার এসআই আনোয়ারের হাতে ধরা পড়ল।

তার সকল সহযোগী এবং গডফাদারকে আইনের আওতায় আনা জরুরী।

ভুয়া এনআইডি বাতিল করে তাদের সকলের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরী।

এব্যাপারে চোর সিন্ডিকেট প্রধান ফয়সালকে মোটর সাইকেলসহ গ্রেপ্তারের বিষয় সম্পর্কে সাতকানিয়া থানার সাব ইনস্পেকটর আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি মোটর সাইকেলসহ আটকের বিষয়টি স্বীকার করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.