মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে হাসানুজ্জামান হায়দারকে দিতে হয়েছে তিন হাজারেরও অধিক মামলা
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে -
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে অল্পসংখ্যক জনবল নিয়ে রাতদিন কাজ করে যাচ্ছেন লোহাগাড়ায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান হায়দার।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক হচ্ছে দেশের কয়েকটা ব্যস্ত মহাসড়কের মধ্যে অন্যতম একটা মহাসড়ক।
এই মহাসড়কে যাত্রীবাহী মালবাহী হাজার হাজার গাড়ী যেমন প্রতিনিয়ত চলছে অপরদিকে রাষ্ট্রীয় ভিভিআইপিদেরও নিয়মিত যাতায়াত চোখে পড়ার মতো।
সবকিছু মিলিয়ে- মূলত এই মহাসড়ককে নির্বিঘ্ন রাখতে মাত্র ৭জন লোকবল নিয়ে রাতদিন কষ্ট করে যাচ্ছেন লোহাগাড়া ট্রাফিক বক্সের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক(টিআই) হাসানুজ্জামান হায়দার।
শুধু এই মহাসড়কে দায়িত্বপালন করতে গিয়েই তিনি গুরুত্বপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন অন্তত আটবার।
জানা যায়, লোহাগাড়া উপজেলায় হাসানুজ্জামান হায়দারের দায়িত্বকাল সবেমাত্র ১বছর ৩মাস এর আগে তিনি সাতকানিয়া উপজেলার ট্রাফিকের ওসি হিসেবেও দায়িত্বে ছিলেন।
সেখান থেকে লোহাগাড়ায় দায়িত্ব পালন করতে গিয়ে মহাসড়কে চলাচল করা ট্রাক,বাস,পিক আপ,ডাম ট্রাক,লেগুনা,সিএনজি, অটোরিকশা, ট্রলি,ভটভটি,মোটর সাইকেল,সকল প্রকার রেজিষ্ট্রেশনবিহীন মোটর বাইক,ড্রাইভার লাইসেন্সবিহীন চালক মামলা,ফিটনেস মামলা,রোড পারমিট মামলা। অতিরিক্ত হর্ন বাজানোসহ সবমিলিয়ে ১বছর ৩মাসে মামলা দিয়েছেন ৩হাজারেরও অধিক।
হাসানুজ্জামান হায়দার বাংলাদেশ পুলিশের এই ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘ ২৬বছর ধরে।
কাজ করেছেন দেশের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ মহাসড়কে,তার এই দীর্ঘ চাকুরী জীবনে বিন্দু মাত্র অনিয়মের দাগ লাগেনি বরং রয়েছে সবার সাথে সু- সম্পর্ক।