আলীকদম: বনবিভাগের অনুরোধ, অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান

৩টি অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৯ লাখ

 প্রতিবেদক, চট্টগ্রাম

 

বান্দরবানের লামা বনবিভাগের  আলীকদম উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

অভিযানে ইট পোড়ানোর কাজে ব্যবহৃত অবৈধভাবে সংগ্রহ করা ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে পরিবেশ ক্ষয় ও বনাঞ্চল ধ্বংসের অভিযোগে আলীকদম রেঞ্জের অনুরোধে উপজেলা প্রশাসন  সফল  এই অভিযান পরিচালনা করেন।

 

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উক্ত অভিযান  চালায়।

 

অভিযান চালানো ইটভাটাগুলো হলো— আলীবাজার এলাকার FBM, আমতলী এলাকার UBM এবং চারা বটতলী এলাকার ABM। ইউএনও মনজুর আলম জানান, এসব ইটভাটার কোনো বৈধ অনুমোদন নেই। হাইকোর্টের নির্দেশনা অমান্য করে সেখানে পাহাড় কেটে এবং বনের কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিল।

 

তিনি বলেন, এসব কার্যক্রম স্থানীয় বন, পাহাড় ও পরিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে, যা দীর্ঘমেয়াদে জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ভয়াবহ ঝুঁকি তৈরি করবে।

অভিযানে আলীকদ  রেঞ্জ কর্মকর্তা খোন্দকার আরিফ স্বশরীরে  ছিলেন।

 

রেঞ্জার খোন্দকার আরিফের সহায়তায়   পুরো অভিযান পরিচালিত হয়।

 

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয় এবং ইট পোড়ানোর জন্য মজুত রাখা ৭ হাজার ঘনফুট কাঠ জব্দ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযান সত্ত্বেও যদি এসব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ না করা হয়, তবে মালিকরা পুনরায় কার্যক্রম চালু করতে পারে। এতে বনাঞ্চল, পাহাড় ও নদী পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

আলীকদম উপজেলার ইউএনও মনজুর আলম বলেন চট্টগ্রাম সংবাদকে বলেন “পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।” তিনি বন ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.